ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত

এক সময় জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন মোশাররফ রুবেল। নিয়মিত খেলেছেন ঘরোয়া টুর্নামেন্টগুলোতে।

কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াই করে অসময়েই চলে যেতে হয়েছে তাকে। এরপর দাফন করা হয় বনানী কবরস্থানে।  

এরপর স্বামীর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের আবেদন জানান মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা চৈতি। তখন আশ্বাসও দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শেষ অবধি তার কবর স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।  

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে গত ১৯ এপ্রিল মারা যান রুবেল। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হলেও কবরটি ছিল অস্থায়ী।

মোশাররফের স্ত্রী ফারহানা চৈতী সংবাদমাধ্যমে বনানীতেই কবরটি স্থায়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন। এরপর কবরটি স্থায়ী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  

বাংলাদেশ সময় : ২২২৬, জুলাই ২৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।