ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্যারাডাইস সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
প্যারাডাইস সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার প্যারাডাইস সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাত পণ্য তৈরির দায়ে এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (২৩ জানুয়ারি) পরিচালিত এ অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।  

তিনি জানান, অভিযানকালে রিয়াজউদ্দিন বাজারের কলি ইলেকট্রিক হাউসকে সুপার স্টার কোম্পানির নকল বাল্ব বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার সড়কের মানহাম ফার্মেসি এবং জয়া মেডিক্যাল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণের দায়ে যথাক্রমে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।