ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সন্‌জীদা খাতুন স্মরণানুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মে ৪, ২০২৫
চট্টগ্রামে সন্‌জীদা খাতুন স্মরণানুষ্ঠান অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন পরিষদের শিল্পীরা

চট্টগ্রাম: দীর্ঘ পথপরিক্রমায় সন্‌জীদা খাতুন নিজেকে অতিক্রম করেছেন বারেবারে। ভেদাভেদহীন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ও পথচলা অনুপ্রেরণা জুগিয়ে যায়।

তাঁর মতো করে গানের বাণী বাঙালির অন্তরে ছড়িয়ে পড়ুক যুগে যুগে।  

রোববার (৪ মে) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সঙ্গীতজ্ঞ সন্‌জীদা খাতুনের স্মরণানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘মম হৃদয়ে রহো’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম।  

আলোচনা করেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি লেখক গবেষক মফিদুল হক, অনুবাদক আলম খোরশেদ, ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা ও পরিষদের চট্টগ্রামের সহসভাপতি অধ্যাপক একিউএম সিরাজুল ইসলাম। অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়।  

মফিদুল হক বলেন, সন্‌জীদা খাতুন সবসময় আত্মার মুক্তি খুঁজেছেন, সমাজের মুক্তি খুঁজেছেন। দেশভাগের পর কিশোর বয়সে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, ভাষা আন্দোলনে এবং সর্বোপরি একাত্তরের মুক্তি সংগ্রামে স্বাধীন বাংলা শিল্পী সংস্থা গঠনের মধ্য দিয়ে মুক্তির বাণী ছড়িয়েছেন তিনি।

লাইসা আহমেদ লিসা বলেন, শুরু থেকে একাগ্রতা ছিল। ব্যক্তিগত জীবনেও ভাঙন ছিল। সেটাকে একপাশে রেখে সমাজের জন্য দেশের জন্য সেবা করে যাওয়া সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কাজ করে গেছেন।  

অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন পরিষদের শিল্পীরা। শেষে একক সংগীত পরিবেশন করেন শিল্পী লাইসা আহমেদ লিসা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ৪, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।