ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী বাংলাদেশ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, মে ৪, ২০২৫
‘তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী বাংলাদেশ’ ...

চট্টগ্রাম: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন।

তরুণেরা এখন প্রযুক্তি, সামাজিক মিডিয়া ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে নতুন নতুন ধারণা এবং উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে। যা আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

রোববার (৪ মে) সকালে নগরের মুরাদপুরে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আগামী ১০মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার, দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়া। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তরুণদের অবদান নিশ্চিত করার লক্ষ্যেই তারুণ্যের আগামী ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ।  

পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন,  মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  হুমায়ন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম  রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান, মো: শাহেদুল ইসলাম ও জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ৪, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।