ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক’র কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক’র কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন   ...

চট্টগ্রাম: স্বেচ্ছাসেবী সংস্থা প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক এর উদ্যোগে নগরের ফিরোজশাহ এলাকার আল জামায়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতামা মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আল জামায়েতুল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান রউফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ খান প্রমুখ।

প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক তথ্য প্রযুক্তি দক্ষতা ও  কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায় তিন বছর যাবত বিভিন্ন মাদ্রাসায় কাজ করে যাচ্ছে।  

২০১৬ সালে আমেরিকা প্রবাসী কয়েকজন পেশাজীবী এবং বাংলাদেশের একজন সংগঠক প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক প্রতিষ্ঠা করেন।

এই সংস্থার উদ্দেশ্য ‘শিক্ষা সম্পর্কিত নানা অংশীজনের রূপান্তর, সচেতনতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত, প্রান্তিক এবং শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়তা প্রদান। এই সংস্থার অন্য প্রকল্পগুলো হল মেধাবীদের বৃত্তি সহায়তা, অভিভাবক সংবর্ধনা, শিক্ষাবিষয়ক অংশীজনের মধ্যে যোগাযোগ ও আলোচনা বৃদ্ধি এবং দুর্যোগ পরবর্তী সহায়তা।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।