ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারুণ্যের সমাবেশ শনিবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মে ৮, ২০২৫
তারুণ্যের সমাবেশ শনিবার  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। শুক্রবার (৯ মে) বিকেলে চট্টগ্রামের একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে 'কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার।

শনিবার (১০ মে) নগরের পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ, যার মধ্যে রয়েছে কর্মসংস্থান , শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা।
 

বৃহস্পতিবার (৮ মে) নগরের কাজীর দেউড়ির মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সারাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র যুগ্ম-সম্পাদক শ্যামল মালুম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মসূচির প্রথম সেমিনারটি শুক্রবারে অনুষ্ঠিত হবে। 'কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষকসহ বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নিবেন।  শনিবার (১০ মে) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজন করা হবে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন। এখানে সমবেত হবেন দেশের নানা শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নিবেদিতপ্রাণ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।  

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি অভিনব দুই দিনব্যাপী কর্মসূচি যথাক্রমে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ। আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সমাবেশে তরুণদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা হবে। তরুণদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষতানির্ভর ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে দেশের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে।  

ধারাবাহিকভাবে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা, বগুড়া ও ঢাকায়। এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ৮, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।