ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভাষাভিত্তিক জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
ভাষাভিত্তিক জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ...

চট্টগ্রাম: একুশ বাঙালির আত্মপরিচয় ও আত্নপ্রত্যায়ের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকার রাজপথে ছাত্র জনতার তুমুল প্রতিরোধ ও রক্তদান বাঙালিকে মুক্তিসংগ্রামের পথে এগিয়ে নেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির চুড়ান্ত মুক্তিসংগ্রামের প্রেরণার উৎস ছিল ভাষার আন্দোলন।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।

বক্তারা বলেন, পরবর্তীতে ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাঙালির সফলতা মূলমন্ত্র ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনা।
 
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের সভাপতিত্বে ও উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর রেজাউল করিম, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) এমদাদ হোসাইন, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান, সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম ফজলুল হক, সেকশন অফিসার সরোয়ার কায়সার, অফিস সহকারী শওকত ইকবাল, অফিস সহায়ক শাহাদাত হোসেন প্রমুখ।  

সকালে  কর্মসূচির শুরুতে ৬টা ৩০ মিনিটে প্রভাতফেরির মাধ্যমে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে বোর্ড চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি২১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।