ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ মিনারে ফুল দিয়ে সিএমএমের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, ফেব্রুয়ারি ২১, ২০২৩
শহীদ মিনারে ফুল দিয়ে সিএমএমের শ্রদ্ধা

চট্টগ্রাম: মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও কর্মচারী।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব, সারোয়ার জাহান, কাজী শরীফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন এবং মো. অলি উল্লাহসহ আদালতের সকল কর্মকর্তা ও কর্মচারী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।