ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে পূর্বাঞ্চলের ৪০ কর্মচারীকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
রেলওয়ে পূর্বাঞ্চলের ৪০ কর্মচারীকে সংবর্ধনা ...

চট্টগ্রাম: রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলমের উদ্যোগে পরিবহণ ও বানিজ্যিক বিভাগের ৪০ জন কর্মচারীকে অবসরোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে।  

বুধবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।  

করোনা মহামারির কারণে দুই বছর এ রকম অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।

এর আগে প্রতিবছর অবসরোত্তর সংবর্ধনার আয়োজন করতো রেলওয়ে পূর্বাঞ্চল।  

সংবর্ধিত অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন, এস এম মেজবাহ উদ্দিন, বেলাল উদ্দিন চৌধুরী, কবির আহমেদ মজুমদার, আব্দুর লতিফ, ওয়াসিম আকতার, সিরাজুল ইসলাম ভূঁইয়া, ইদ্রিস মিয়া, এ কে এম ফজলুল করিম মামুন, সামছুল হক, গোলাম কবির, আবুল হোসেন, মতিউর রহমান, এনামুল হক, আব্দুর রহিম, আবুল বাসার খাঁন, ফয়েজ উদ্দিন, বখতিয়ার, বিদ্যা লাল শীল, আনোয়ার পাশা, এনামুল হক ফারুকী, আব্দুল আউয়াল, ওয়াজি উল্ল্যাহ, নজরুল ইসলাম, আব্দুল আওয়াল, মাহফুর রহমান,
রতন কুমার দত্ত, নুরু ছফা, জাহাঙ্গীর আলম, সামছুল হুদা, মো. শাহজাহান, মো. সিরাজ,  নুর ইসলাম, আব্দুর রশিদ, রহিমা বেগম, এছাক, নাছির উদ্দিন, মনির আহমেদ, সলেমান কাজী মুজিবুল হক, আবুল কালাম আজাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান, সহকারী পরিবহন কর্মকর্তা(১) মো. মনিরুজ্জামান, সহকারী পরিবহন কর্মকর্তা-২ ফেরদৌস রাজিব, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মেহেদী হাসান, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ খলিলুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, স্টেশন  মাস্টার ও কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক জাফর উল্লাহ মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।