ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প উদ্বোধন ...

চট্টগ্রাম: সপ্তম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১ মার্চ) চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব।

অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সবুজায়নের স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তারুণ্য, উদ্দীপনা ও এক অনিঃশেষ প্রেরণার নাম। তিনি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন।  

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণে যুব ও স্বেচ্ছাসেবকদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও পরিশ্রমী করে তুলতে হবে। এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই এই সময়েই আর্তমানবতার সেবায় বেরিয়ে পড়তে হবে সবাইকে।  

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুর-উর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম এ ছালাম।

সকল অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৩ এর ক্যাম্প মার্শাল ও প্রধান স্বেচ্ছাসেবক, যুব রেড ক্রিসেন্ট-চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা, সিটির করপোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশের ৬৮টি ইউনিট থেকে চার দিনব্যাপী ১ হাজার ৪৫০ জন যুব স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পে অংশগ্রহণ করেছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।