ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিআইডব্লিউটিএ কার্যালয়ে অর্থ আত্মসাতের সত্যতা পেল দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
বিআইডব্লিউটিএ কার্যালয়ে অর্থ আত্মসাতের সত্যতা পেল দুদক ...

চট্টগ্রাম: অকেজো জাহাজের জ্বালানি খরচ দেখিয়ে এবং বেনামি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক।

অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও দুদকের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালানো হয়েছে।

অভিযানে বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করে বেশকিছু বিল-ভাউচারের অসামঞ্জস্যতা ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে । আমরা অভিযানের বিষয়ে প্রতিবেদন কমিশনে জমা দেব।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।