ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২৫ রেস্তোরাঁর খাবারের আয়োজন ফুড ফেস্টিভ্যালে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
২৫ রেস্তোরাঁর খাবারের আয়োজন ফুড ফেস্টিভ্যালে ...

চট্টগ্রাম: ফেসবুক ভিত্তিক জনপ্রিয় ফুড গ্রুপ ফুড মাস্টারের বর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল।

নগরের বাওয়া স্কুল মাঠে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যাল ২ মার্চ থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলবে।

 

হুইজ কমিউনিকেশন্সের সার্বিক ত্তত্ত্বাবধানে এবং ফেইসবুক ভিত্তিক গ্রুপ ফুড মাস্টারের আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ} বিকেলে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুক তাবরিজ সনেট ও চিটাগাং লাইভ এর নির্বাহী পরিচালক সাবের শাহ।

হুইজ কমিউনিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হুইজ কমিউনিকেন্সের পরিচালক প্রশাসন কাজী আরফাত, ফুড মাস্টারের এডমিন রাইহান ইসলাম, এডমিন শাহদাত হোসেন

প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বর্তমান প্রজন্মের চিন্তা-ভাবনা ও আগ্রহ দ্রুত পরিবর্তন হয়। তবে তরুণরা সৃজনশীল কাজ করছে এবং সৃজনশীল কাজ করতে পছন্দ করছে৷ এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যেমে চট্টগ্রামের মানুষের জন্য সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা হয়েছে যা নিঃসন্দেহে দারুণ একটা বিষয়।

রাজস্ব কর্মকর্তা শামসুক তাবরিজ সনেট বলেন, খাবারের ডিস্কাউন্ট পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিও বিশেষ নজর রাখতে হবে। এই আয়োজনের মাধ্যমে নিরাপদ খাবারের প্রতি সবার সচেতনতা সৃষ্টি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।  

এই ফুড ফেস্টিভ্যালে চট্টগ্রামের ২৫টি রেস্তোরাঁ ও ক্যাফেতে পিঠাসহ নানান রকম জনপ্রিয় খাবার বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।