চট্টগ্রাম: লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর দেড়টায়র দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যমজ শিশুরা হলো- ওই এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।
নিহতের স্বজনরা জানান, আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরীও পুকুরের পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর/টিসি