ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে: কেজিডিসিএল এমডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে: কেজিডিসিএল এমডি ...

চট্টগ্রাম: নগরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।

 

তিনি জানান, গ্যাস সংকটের বিষয়ে চট্টগ্রামবাসীর জন্য সুখবর আছে। ইতিমধ্যে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

নগরের কিছু কিছু এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে। আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।

ঘূর্ণিঝড় মোখা’র কারণে এলএনজি টার্মিনাল বন্ধ করে দেওয়ায় গত শনিবার থেকে নগরের শুরু হয় তীব্র গ্যাস সংকট। ফলে বন্ধ হয়ে যায় গ্যাসনির্ভর যানবাহন চলাচল। পাশাপাশি বাসা-বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়ে নগরবাসী।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।