চট্টগ্রাম: প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) প্রমুখ।
চট্টগ্রামে পৌঁছে নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরও সম্পৃক্ততা প্রয়োজন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। প্রধান উপদেষ্টার আগমন আমাদের জন্য গর্বের এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১৪, ২০২৫
এআর/টিসি