ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
‘জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে’ বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

চট্টগ্রাম: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, গণহত‍্যা, লুণ্ঠন, ধর্ষণসহ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবির তথাকথিত আন্দোলনের সুযোগে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মদদে আবার মাঠে নেমেছে। তাদের কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।

অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের জন‍্য সংসদের চলতি অধিবেশনে আইন পাস করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের সম্মেলন সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জুন) আয়োজিত কর্মিসমাবেশে বক্তারা এসব কথা বলেন।

 

নগরের দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।  

বক্তব্য দেন আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, রাজীব চন্দ, মাহি আল জিসা, মুস্তাফিজুর রহমান বিপ্লব, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, এমএ খালেক, শিলা চৌধুরী, কোহিনূর আকতার, শুভ মজুমদার ইমন, ডা. শওকত ইমরান, আশরাফ খান, জবুরুত উল্লাহ জয়, নুসরাত জাহান, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, রিমান বিন চৌধুরী, ইয়াছিন আরাফাত শ্রাবণ, অভি চৌধুরী, আইমান উদ্দিন, ইমাম শাকিব, শাহরিয়ার মুনতাসীর মাহি, অনিমেষ পালিত, খোরশেদ আলম, জনি বিশ্বাস, রাজমনি সেন বন্ধন, সৌরভ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।