ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে: সরওয়ার আলমগীর 

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, আগস্ট ২৮, ২০২৫
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে: সরওয়ার আলমগীর  ...

চট্টগ্রাম: নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে গেছে। শিক্ষার মানোন্নয়নের নামে লুটপাট করেছে।
জানুয়ারির প্রথমার্ধে বই দিয়েছে ঠিকই, তবে সে বইয়ে শেখ মুজিব বন্দনা ছাড়া শিক্ষণীয় কিছুই ছিল না।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রনেতারা দেশ গঠনে ভূমিকা রেখেছিলেন, অথচ চব্বিশের ছাত্রনেতারা এখন হালুয়া রুটি খেতে ব্যস্ত হয়ে গেছে। এমপি, মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর চব্বিশের ছাত্রনেতারা। তারা ইউএনও, এসপি, ডিসিদের পদোন্নতির দালালিতে নেমেছেন, যা নতুন আরেক ষড়যন্ত্র। তবে সব আঁধার কেটে যাবে, ফেব্রুয়ারিতে ভোট হবে, সে ভোটে তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে। বাংলাদেশ নতুন করে গঠনে বিএনপি সরকার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বিএনপি গণমানুষের দল। মানুষ বিএনপিকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।  

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রধান বক্তা ছিলেন। প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, ব্যবসায়ী বেলাল উদ্দিন, অভিভাবক সদস্য এস এম আক্কাছ, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল।  

শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ হাসান কবির, জাহানারা বেগম ও জান্নাতুল আধন। উপস্থিত ছিলেন বাহার উদ্দিন চৌধুরী মেম্বার, আরফাত তুষার, মহিন উদ্দিন মেসি, সালমান সোলাইমান, মোজাম্মেল হক অভি, আলাউদ্দিন প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।