ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি (চট্টগ্রাম) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, আগস্ট ২৮, ২০২৫
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম: ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজুর চৌমুহনী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উদ্ধার করা অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।