ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, জুন ১৭, ২০২৩
মীরসরাইয়ে যুবকের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সুবারটেক এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের বিকৃত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  

শনিবার (১৭ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নদীর পাড়ে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। শনিবার সুবারটেক বেড়িবাঁধ এলাকায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।