ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বিনামূল্যে চক্ষুসেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, মে ১৭, ২০২৫
বোয়ালখালীতে বিনামূল্যে চক্ষুসেবা ...

চট্টগ্রাম: বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউনিয়নে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সেবা দেওয়া হয়।

১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান এর পৃষ্ঠপোষকতায় চক্ষুসেবা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করে দিশারী চক্ষু হাসপাতাল।  

চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, দরিদ্ররা শহরের হাসপাতালে গিয়ে অনেক সময় চোখের চিকিৎসা করানোর সুযোগ পান না।

এছাড়া গ্রামের অনেক মানুষ চোখের যত্ন নিয়ে সচেতন নয়। সার্বিক দিক বিবেচনায় নিয়ে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প আয়োজন করা হয়।

চক্ষুসেবা ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ চোখ পরীক্ষা করানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন।

এলাকার গণ্যমান্যদের মধ্যে চক্ষুসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন মোহাম্মদ বশর, লিটন দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।