ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ১০ অবৈধ পশুর হাটে অভিযান চসিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুন ২২, ২০২৩
নগরে ১০ অবৈধ পশুর হাটে অভিযান চসিকের ...

চট্টগ্রাম: অনুমোদনহীন ১০ কোরবানি পশুর হাটে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাগরিকা বাজার ও তার আশপাশ এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

এ সময় ১০টি অবৈধ পশুর হাটের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে এবং সিটি করপোরেশনের আওতাধীন বাজারের কাছে কোনো পশুর হাট বসানো যাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করবে চসিকের ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ২২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।