ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে প্রতিবন্ধীকে যৌন নিপীড়ন, থানায় মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, জুলাই ৮, ২০২৩
সন্দ্বীপে প্রতিবন্ধীকে যৌন নিপীড়ন, থানায় মামলা  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: পরিবারের আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে সন্দ্বীপে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে শামসুল হকের (৫৫) বিরুদ্ধে মামলা হয়েছে।  

শনিবার (৮ জুলাই) রাতে সন্দ্বীপ থানায় প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন।

অভিযুক্ত শামসুল হক সন্দ্বীপ থানার মুছাপুর ইউনিয়নের পশ্চিম হীরের পাড়া ৬ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৬ জুলাই শামসুল হক নামে একজন একই এলাকার ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে পুকুর পাড়ে একা পেয়ে যৌন নিপীড়ন করে চলে যান।

ঘটনাটি বাড়ির লোকজনকে জানান তরুণী।

মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রতিবন্ধী তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে শামসুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।