ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশবাড়িয়া সৈকতে ভেসে গেছে দুই পর্যটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জুলাই ২৪, ২০২৩
বাঁশবাড়িয়া সৈকতে ভেসে গেছে দুই পর্যটক ছবি প্রতীকী

চট্টগ্রাম: বাঁশবাড়িয়া সৈকতে দুই পর্যটক সাগরের স্রোতে ভেসে গেছে।  

সোমবার (২৪ জুলাই) বিকেলে এ ‍দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে তিনজন পর্যটক বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে আসেন। তারা সাগরে নামেন সাঁতার কাটতে।

একপর্যায়ে তিনজন স্রোতের টানে ভেসে যেতে থাকেন। একজন কোনো রকমে কূলে উঠতে পারলেও বাকি দুইজন ভেসে যান।  

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সাগরে ভাটা থাকায় ডুবুরি নামানোর সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে মঙ্গলবার ডুবুরি টিম নামানো হবে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।