ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ১৮, ২০২৫
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের ...

চট্টগ্রাম: নগরের জিইসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ মে) দুপুরে এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- তৈয়ব (৪৫) ও  রবিউল (১৪)। তৈয়ব মীরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে এবং রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তা জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।