ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি গাউসিয়া কমিটির চারা বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জুলাই ২৬, ২০২৩
চবি গাউসিয়া কমিটির চারা বিতরণ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে চবি গাউসিয়া কমিটি।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে শতাধিক শিক্ষার্থীকে এসব চারা বিতরণ করেন চবি গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

 

এর আগে সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে ‘বিশ্ব পরিবেশ সংরক্ষণ ও মানবসেবায় হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) এর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুখ্য আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতেয়ার।

তিনি বলেন, করোনা মহামারি, সিলেটের বন্যা ও সীতাকুণ্ড ট্র্যাজেডির মতো কঠিন পরিস্থিতিতে গাউসিয়া কমিটি সাহসিকতার পরিচয় দিয়েছে। চট্টগ্রামে চামড়ার সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছি। আমরা সকলে সচেষ্ট হলে পরিবেশ ধ্বংসের যে ভয়াবহতা তা থেকে দেশ ও মানবজাতিকে রক্ষা করা সম্ভব। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় কার্যকরি ভূমিকা পালন করবো।

চবি গাউসিয়া কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সহ-সভাপতি আদনান তাহসিন আলমদারের সঞ্চালনায় আলোচক ছিলেন চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ মুনতাছির মোহাইমেন, চবি গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন, ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদরাসার প্রভাষক ও এমফিল গবেষক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, চবি আবাসিক গাউসিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মাদ সিকান্দার মিয়া।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।