ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ২৬, ২০২৩
কর্ণফুলী নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙলবার (২৫ জুলাই) রাতে নগরের অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ওই জেলের নাম মোহাম্মদ টিটু (৩৮)। তিনি আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার কালু চৌকিদারের ছেলে।

 

সদরঘাট নৌ থানা-পুলিশ জানায়, রোববার (২৩ জুলাই) রাতে রায়পুর উপকূল থেকে টিটুসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। উত্তাল সাগরে টিটু নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। মঙলবার বিকাল সাড়ে তিনটার দিকে অভয়মিত্র ঘাট এলাকায় মরদেহ ভেসে আসে। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।