ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নিত্যপণ্যের লাগামহীন দাম, প্রশাসনের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ১৩, ২০২৩
সাতকানিয়ায় নিত্যপণ্যের লাগামহীন দাম, প্রশাসনের অভিযান ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম। এ সঙ্কটকালীন সময়ও মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য বৃদ্ধির একাধিক অভিযোগ আসে উপজেলা প্রশাসনে।

তাই দ্রব্যমূল্যের লাগাম টানতে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ৯০ হাজার টাকা।  

রোববার (১৩ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলার বাংলাবাজার ও দেওদিঘী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাংলাবাজারে ৭টি মামলায় ৭ জনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।