ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, আগস্ট ২০, ২০২৩
মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেফতার ২ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) সকালে বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার হিঙ্গারপাড়া গ্রামের মো. মধু সরকারের ছেলে মো. শাহীন সরকার (৩৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেন (৩৬)।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান জানান, ব্রীজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে চেকপোস্টে মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় কৌশলে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।