ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি নাগরিকের গেঞ্জিতে আধাকেজি স্বর্ণের পেস্ট!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, আগস্ট ২১, ২০২৩
বিদেশি নাগরিকের গেঞ্জিতে আধাকেজি স্বর্ণের পেস্ট!

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিকের গেঞ্জিতে পেস্ট আকারে লুকানো ৫৬০ গ্রাম স্বর্ণ এবং ৪২১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৫২ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।

 

এরপর এয়ারপোর্ট কাস্টমস, চট্টগ্রাম কাস্টম হাউস কর্মকর্তা ও শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করেন।  

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।