ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ভুয়া ডাক্তারকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, আগস্ট ২১, ২০২৩
সাতকানিয়ায় ভুয়া ডাক্তারকে জরিমানা  ...

চট্টগ্রাম: ভুয়া ডেন্টিস্ট পদবী ব্যবহার করায় সাতকানিয়ার কেরানিহাটের সিটি ডেন্টাল কেয়ারের মো. সোহাইল (২২) নামে এক যুবককে জরিমানা করা হয়েছে। এ সময় আইন অমান্য করায় অন্য দুইটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

সোমবার (২১ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বিভিন্ন অপরাধে সাতকানিয়ায় তিনটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সেই সঙ্গে তাদেরকে সর্তক কর হয়।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।