ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ব্যবসায়ী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, সেপ্টেম্বর ১, ২০২৩
বাঁশখালীতে ব্যবসায়ী খুন ...

চট্টগ্রাম: বাঁশখালীতে নিজ বাড়ির শয়নকক্ষে এক ডেকোরেটর ব্যবসায়ীকে খুন করা হয়েছে।

ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ বাদশা (৫৬)।

 

শুক্রবার (০১ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ বলেন, মরদেহের পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা সার্কেলের এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান ও বাঁশখালী থানা পুলিশ।  

পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মুরিদুল আলম বলেন, এটি শত্রুতাবশত নাকি চুরি করতে গিয়ে খুন, তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।