ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেবির অধিন প্রথম পেশাগত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, সেপ্টেম্বর ২, ২০২৩
চমেবির অধিন প্রথম পেশাগত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধিন মেডিক্যাল কলেজগুলোর প্রথম ব্যাচের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে চমেবিতে প্রথম ব্যাচের ফলাফল প্রকাশ ও বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের হাতে ফলাফল হস্তান্তর করেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মত চমেবির অধিন ১৬ টি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো হয়। গত বছরের নভেম্বরে ব্যাচটির এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার অনুষ্ঠিত হয়।

এতে ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয় ৮৩৭ জন। পাশের হার ৭৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া ২ টি ডেন্টাল কলেজে মোট ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। পাশের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ।  

শনিবার আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। চিকিৎসা অনুষদের ডিন ও চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, বেসিক সায়ন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম।

প্রসঙ্গত, বর্তমানে চমেবির অধিন ১৮টি মেডিক্যাল কলেজে ১ হাজার ৪৮১ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি ৬টি মেডিক্যাল কলেজে ৬৫১ জন, বেসরকারি ১০টি মেডিক্যাল কলেজে ৮৩০ জন। এছাড়া ২ টি ডেন্টাল কলেজে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি ১ টিতে ৬০ জন, বেসরকারি ১টিতে ৭০ জন।  
তাছাড়া ২৫ টি নার্সিং কলেজে ১ হাজার ৬০০ জনসহ মোট ৫১ টি প্রতিষ্ঠানে প্রতি শিক্ষাবর্ষে ৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী ভর্তি হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।