ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, সেপ্টেম্বর ৮, ২০২৩
৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ...

চট্টগ্রাম: কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর সামনে পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল (২৮), শাহ আলম (২৩) ও মো. আরিফ হোসেন মুন্না (২০)।  

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন জানান, কোতোয়ালীর মোড়ের দিক থেকে আসা একটি পিকআপ গাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা এসব গাঁজা বারৈয়ারহাট এলাকা হতে পাইকারি দামে কিনে বাকলিয়া এলাকায় খুচরায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে বহন করে নিয়ে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।