ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কথা কাটাকাটির জেরে যুবলীগ নেতা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, সেপ্টেম্বর ১০, ২০২৩
কথা কাটাকাটির জেরে যুবলীগ নেতা খুন মো. হোসেন

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটিরে এক পর্যায়ে মো. হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।  

রোববার (১০ সেপ্টেম্বর) দুুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।

মো. হোসেন, একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, কথা কাটাকাটিরে জেরে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করা হয়।

সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।