ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চেম্বার পরিচালকের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, সেপ্টেম্বর ১৩, ২০২৩
চট্টগ্রাম চেম্বার পরিচালকের পদত্যাগ সৈয়দ মোহাম্মদ তানভীর

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) তিনি সিসিসিআই সভাপতি ওমর হাজ্জাজের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ পত্রে অনিবার্য কারণে তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তানভীর বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।

 

এর আগে তানভীর সিসিসিআইর পরিচালক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।  

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, সৈয়দ এম তানভীরের পদত্যাগপত্রটি জমা নেওয়া হলেও এটি কার্যকর বা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।