ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আলু কেনার রশিদ না থাকায় তিন আড়তকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
আলু কেনার রশিদ না থাকায় তিন আড়তকে জরিমানা

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী বাজারে আলুর আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় তিনটি আড়তকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও নাসরিন আক্তার।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, অভিযানে এলাহি ট্রেডার্স, বিএম ট্রেডার্স ও জাহিদ অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ পাইকারিতে প্রতি কেজি ৩৯ টাকা এবং খুচরায় ৪৫-৫০ টাকা বিক্রি হয়েছে আলু। চট্টগ্রামে আলুর হিমাগার না নেই বললেই চলে। উত্তরবঙ্গ, মুন্সীগঞ্জ, জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে বেপারী ও চাষিরা ট্রাকে করে আলু এনে আড়তে দেন। তারা দর বেঁধে দেন। ওই দরে আড়তদার বিক্রি করে কমিশন পায়। হিমাগার থেকে আলু বের করার সময় দেওয়া স্লিপ বেপারীরা আড়তে দেন না।  

চট্টগ্রামের আড়তে পর্যাপ্ত আলু রয়েছে জানিয়ে তিনি বলেন, আলুর সংকট নেই। পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।