ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশু

চট্টগ্রাম: বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাইসা (১৪) নামের এক শিশু।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বাংলানিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

রাইসা রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল মনসুরের মেয়ে।

সে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়ছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।