ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অধিক মূল্যে পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
অধিক মূল্যে পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: সাতকানিয়ায় মূল্যতালিকা না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় দুই মুদি দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা ও ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।