ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে লরির ধাক্কায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সীতাকুণ্ডে লরির ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. মছিউদৌলা (৭০)। সে উপজেলার জোড়আমতল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

জানা গেছে, উপজেলার জোড়আমতল এলাকায় গার্লস স্কুলের সামনের সড়কটি পার হওয়ার সময় একটি লরি মছিউদৌলাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রা্ম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাকিল মিয়া বাংলানিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় মছিউদৌলাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।