ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তফসিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, নভেম্বর ১৬, ২০২৩
তফসিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

চট্টগ্রাম: সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ র‍্যালি পাঁচলাইশ থানার বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগদান করে।

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সহসভাপতি খোরশেদ আলী জনি, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির, মমনিরুজ্জামান মুন্না, আবু জুয়েল জিদান, ইমাম হোসেন রিফাত, রাকিবুল হাসনাত, তৌহিদুল ইসলাম হৃদয়, পূর্ণ বড়ুয়া, অহিদ চৌধুরী জনি, হাসান রাব্বি, জিয়াউদ্দিন জনি, সরফরাজ আলম মুনমুন, মো. তারেক, মো. সাকিব, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ তাসিন, আদনান সামি ও মো. সাজ্জাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।