ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ফরিদ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, নভেম্বর ২০, ২০২৩
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ফরিদ মাহমুদ

চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদ মাহমুদ।  

সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং গত উপ-নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ নগর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান। নগরে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সঙ্গে প্রগতিশীল সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত।

ফরিদ মাহমুদ বলেন, আমি সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। অতীতে আমার সাধ্যানুযায়ী মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। এই কাজটি যতদিন সম্ভব আমি চালিয়ে যাবো। যদি বড় পরিসরে মানুষের সেবা করার সুযোগ আমি পাই তাহলে সাধারণ মানুষের মনজয় ও সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করে যাবো।

বাংলাদেশ সময়: ১835 ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।