ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আসামি বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ডিসেম্বর ৬, ২০২৩
আসামি বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিহতের স্বজনদের আহাজারি।

চট্টগ্রাম: মীরসরাইয়ে পুলিশের আসামি বহনকারী একটি হায়েস গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামের এনামুল হকের স্ত্রী।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকার দুর্গাপুর ইউনিয়নে পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মহিউদ্দিন জানান, ডাক্তার দেখাতে আমার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন।

ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে পুলিশের আসামি বহনকারী একটি হায়েস গাড়ির ধাক্কা দিলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।