ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাফিন, সম্পাদক ধৃতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, ডিসেম্বর ৮, ২০২৩
চবি খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাফিন, সম্পাদক ধৃতি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ ওয়াছিউর রহমান শাফিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের ধৃতি সুন্দর গোলদার।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সংগঠনের বর্তমান সভাপতি এসএম ফয়সাল আলম এবং সাধারণ সম্পাদক আমিনা রহমান লিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

একই সঙ্গে আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার জন্য বর্তমান নেতৃত্বকে নির্দেশনা দেয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি শেখ ওয়াছিউর রহমান শাফিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত খুলনা জেলার সকল শিক্ষার্থীদের আশ্রয়স্থল এ সংগঠন। আমরা শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যেকোনও বিষয়ে জেলা সমিতি পাশে থাকবে এবং সংগঠনকে গতিশীল রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।