ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরে ককটেল বিস্ফোরণ এবং নাশকতার দায়ে মীরসরাই থানায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব।  

সারোয়ার উদ্দিন সেলিম (৪৯) মিঠানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, আসামি সারোয়ার উদ্দিন সেলিম নগরের সিনেমা প্যানেল মোড় এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বলে জানান।

 

তিনি আরও বলেন, সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং নগরের কোতোয়ালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে।  তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।