ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মধুবনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা ৩ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
মধুবনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা ৩ লাখ টাকা

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ নানা অভিযোগে মধুবন সুইটস ইন্ডাস্ট্রি লিমিটেড ও হোসেন ফুড অ্যান্ড কোং নামে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা কার্যালয়।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুস সোবহান।  

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ফারহান ইসলাম বাংলানিউজকে বলেন, মধুবন সুইটস ইন্ডাস্ট্রিতে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য প্রস্তুত হচ্ছিল। এছাড়া অননুমোদিত রং, রাসায়নিকের (হাইড্রোজ) পাশাপাশি পোড়াতেলের ব্যবহার হচ্ছিল এসব খাদ্য দ্রব্যে। অন্যদিকে, হোসেন ফুড অ্যান্ড কোম্পানি (ডায়মন্ড সেমাই অ্যান্ড নুডলস) নামে আরেকটি কারখানায় অভিযানে নানা অসঙ্গতি পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট বিধানানুযায়ী মধুবনকে তিন লাখ টাকা ও হোসেন ফুড অ্যান্ড কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।