ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, ডিসেম্বর ১২, ২০২৩
জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৮ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার বিআরটিসি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে ফলমণ্ডির পশ্চিম পাশে ইঞ্জিনিয়ার কলোনির সাত্তার মিয়ার ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, সঞ্জীত শর্মা, মো. মোস্তফা কামাল, মো. ইসমাইল নিজামী, আহমদ উল্লাহ, মো. টুটুল, দ্বীন মোহাম্মদ মানিক, মো. ইসমাইল ও মো. শফি উদ্দিন।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।