ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর সঙ্গে মোতালেবের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ডিসেম্বর ১৩, ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে মোতালেবের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব।  

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে গণভবনে এই আওয়ামী লীগের নেতার সঙ্গে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী।

 

তবে বিশেষ কোনো পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে নয়, এটা সৌজন্য সাক্ষাৎ বলেই জানালেন আবদুল মোতালেব।

তিনি বাংলানিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দোয়া করেছেন।

আমাকে নির্বাচন করতে বলেছেন। সুষ্ঠু ও সুন্দর অবাধ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে।  

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে বলেছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনার কাছে এসেছি। আপনি ঘোষণা না দিলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হতো না। আজকে এসেছি কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমি নির্বাচন করছি, দোয়া করবেন। আমার দলের নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন বলে আমি নেত্রীকে জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।