ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বসতঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
বসতঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডে সুখেন্দু কর্মকার (৬৫) নামে এক বৃদ্ধ দ্বগ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাম্বল ৭নং ওয়ার্ডের কর্মকার পাড়ায় এ অগ্নিকণ্ডের ঘটনা ঘটে।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আযাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে একই পরিবারের দুইকক্ষের একটি বসতঘর পুড়ে যায়। এ সময় অসুস্থ অন্ধ সুখেন্দু কর্মকার নামে এক ব্যক্তি ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।