ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্কুল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ৩, ২০২৪
স্কুল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে নিপা বিশ্বাস (১১) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী প্রবর্ত্তক হেম-পঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

 

আহত শিক্ষার্থী নিপা পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ার শ্যামল বিশ্বাসের মেয়ে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা.কান্তা অধিকারী।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্রিয়া বিশ্বাস জানান, দুপুরে টিফিন বিরতির সময় ৫ম শ্রেণির শিক্ষার্থী নিপা  বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। এসময় সে বারান্দা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। নিপা হাতে-পিঠে ও মাথায় আঘাত পেয়েছে।

প্রধান শিক্ষক লাকী শীল গত তিনদিন ধরে ছুটিতে রয়েছেন জানিয়ে বলেন, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় নিরাপত্তা রেলিংয়ের কাজ সম্পন্ন করেনি ঠিকাদার। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।