ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, জুন ৬, ২০২৪
জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২২  ...

চট্টগ্রাম: নগরের হালিশহর এলাকায় অভিযোন চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (৫ জুন) দিবাগত রাতে নুর উদ্দিনের দোকানের পেছনের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, মো. ইমরান (২৮),  মো. ফারুক (৩৫), নুুরুল ইসলাম (৩৬), আবুল বশর (৪৫), শফিউল ইসলাম (৫০), আবুল খায়ের (৭০), মাসুদ পারভেজ (৬০),  রবি উল্ল্যাহ (৩৫), মো. মফিজ (৩৫), আব্দুর ছালাম (৩৫), আব্দুর রহমান (২৮), সামছুল হক (৪৫), মো. হারুন (৪৭), আব্দুল রহিম (২৪), মাহফুজুর রহমান (৫৩), মো. সেলিম (৩৫), রুবেল রানা (৩২), মো. জয়নাল আবেদীন প্রকাশ রাসেল (২৭), মো. হাসান (২২),  শ্রীধাম দাস (৪০), জহিরুল ইসলাম (৪০) ও মো. জাফর (৫২)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, বুধবার রাতে নগরের হালিশহর থানা এলাকার নুর উদ্দিনের দোকানের পেছনের কক্ষ থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৫৫০ টাকা ও জুয়ার সরঞ্জাম তিন বান্ডেল তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে হালিশহর থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে  পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।